আমাদের সমাজের প্রচলিত একটি সিস্টেম হল ট্রেন্ড ফলো করা। এই ট্রেন্ড শব্দটি আজ অনেক কিছুই পরিবর্তনের কারন। আর এজন্যই এর সাথে অনেক কিছু অস্বাস্থ্যকর বা অসামাজিক কিছুই মানুষের মাঝে ঢুকে পড়েছে যা আসলে খুবই উদ্বিগ্ন হওয়ার দিকেই চলে গিয়েছে। তেমনি একটি ব্যাপার নিয়ে আজ আলোচনা করব।
আমাদের মা-নানী-দাদী রা, তারা পুরোনা ড্রেসের কাপড় এর টুকরো মাসিকের জন্য প্যাড হিসেবে ব্যাবহার করতেন। এখনও অনেকই গ্রামে-গঞ্জে ব্যাবহার করে থাকেন।কিন্তু বর্তমানে এটি বলা হয় যে এসব ব্যাবহার করা ইনফেকশনের কারন। আসলে সত্যিই কি তাই ?
বিষয়টি আসলে তেমন না, মাসিকের কাপড়ের টুকরো টা যতটা না ইনফেকশনের কারন তার চেয়ে বরং স্যানিটারি ন্যাপকিন যা বর্তমানের অন্যতম "ট্রেন্ডিং" এবং এগুলোই আসলে ভয়ংকর রোগ মরণঘাতি ক্যান্সার এর কারন হয়ে দাড়িয়েছে।
পরিবেশবিদরা বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছিলেন যে স্যানিটারি প্যাড এবং টেম্পন ব্যবহার করা পরিবেশের জন্য একটি বড় হুমকিস্বরূপ। এটি মূলত তাদের মধ্যে উপস্থিত রাসায়নিক উপাদান এর কারণে ঘটে। যদি তারা পরিবেশের পক্ষে ক্ষতিকারক হয় তবে তারা কীভাবে মেয়েদের জন্য ভাল হতে পারে?
এই বিষয় গুলা সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক-
★আমরা সকলেই জানি যে স্যানিটারি প্যাড কটন/তুলার তৈরি। তুলা প্রাকৃতিক ভাবে এত সাদা নয়। সাধারনত মেয়েরা খুব সাদা রং এর প্যাড পছন্দ করে যেটা একটা ফ্রেশ অনুভূতি দিয়ে থাকে।
তুলা কে সাদা করার জন্য স্যানিটারি প্যাড কম্পানি গুলো তুলাকে ব্লিচ করার জন্য #ডাইঅক্সিন নামের একটি রাসায়নিক ব্যবহার করে থাকে।
গবেষণার ভিত্তিতে, ডাইঅক্সিনের একটি স্বল্প-মেয়াদী এক্সপোজার ত্বক কে কালো করে ফেলে এবং লিভারের কার্যকারিতা কমিয়ে দেয় এবং ডিম্বাশয়ে ক্যান্সার হতে পারে।
★পেস্টিসাইড /কিটানশক - এগুলি সরাসরি প্যাডগুলিতে স্প্রে করা হয় না। কীটনাশক তুলা চাষের সময় চাষকারীরা স্প্রে করে সেগুলি স্যানিটারি প্যাডগুলিতে থেকে যায়। কীটানষক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা সকলেই জানি।
★ সাধারনত বিভিন্ন কম্পানি এটা দাবি করে যে তাদের স্যানিটারি প্যাড lick proof যে টা রক্তটাকে কাপড়ে লাগতে বাধা দিবে। সেই জন্য তারা অনেক নিম্নমানের প্লাস্টিক ব্যাবহার করে থাকে। প্লাস্টিক তৈরিতে যে ধরনের রাসায়নিক দ্রব্য ব্যাবহার করা হয় তা আমাদের প্রজনন তন্ত্রের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা ভ্রুনকে বিকশিত করতে বাধা দেয়।
★ শোষনকারি প্যাডে যে ফাইবার ব্যাবহার করা হয় তার জন্য সার্ভিকাল ক্যান্সার হতে পারে। স্যানিটারি প্যাড সম্পূর্ণ তুলা দিয়ে তৈরি হয় না সেলুলোজ জেল ব্যাবহার করা হয়।
★সুগন্ধযুক্ত স্যানিটারি ন্যাপকিনকে আমরা অনেক পছন্দ করি, এটা পিরিয়ডের সময় সতেজ বোধ করায়। আসল বিষয়টি হ'ল, সুগন্ধি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নির্মাতারা ব্যবহার করে থাকে। অন্যান্য রাসায়নিকের মতোই সেগুলিও নিরাপদ নয়। এর জন্য সুগন্ধি ছাড়া প্যাড গুলা বেশি স্বাস্থ্য কর।
★একজন মহিলা তার জীবন দশায় ৬০০০+ প্যাড ব্যবহার করে থাকেন। একদিনে স্যানিটারি প্যাডের দীর্ঘায়িত ব্যবহারের অর্থ আপনার যোনিতে স্ট্যাফিলোকক্কা
বিষাক্ত শক সিনড্রোমের কয়েকটি লক্ষণ হ'ল মাথা ঘোরা, জ্বর এবং ডায়রিয়া।
★ব্যাকটিরিয়া দ্বারা নির্গত টক্সিনগুলি আসলে রক্তচাপে হঠাৎ হ্রাস পেতে পারে যার কারনে মস্তিষ্কে রক্তের পর্যাপ্ত সরবরাহ পেতে ব্যর্থ হয়।
★প্যাডগুলি সিন্থেটিক উপকরণ দিয়ে তৈরি যা ভেজাভাব আটকে রাখতে পারে, যা ব্যাকটিরিয়া বৃদ্ধিতে উত্সাহ দেয়।
এই কারণগুলির মধ্যে একটি কারণ কিছু মহিলার মারাত্মক অ্যালার্জি হয়। কিছু মহিলা অ্যালার্জি এবং চুলকানি হওয়া স্বাভাবিক বলে মনে করতে পারেন, এটি একটি ভুল ধারণা।
একজন মহিলা হওয়া মানে এটা নয় যে শুধু নিজের চেহারা প্রসাধনী ব্যাবহার করে সুন্দর রাখতে হবে।
একজন মহিলা হওয়ার অর্থ আপনার শরীরকে নিয়ন্ত্রনে রাখা এবং প্রজনন স্বাস্থ্যের যত্ন নেওয়ার পক্ষে যথেষ্ট সচেতন হওয়া🖤🖤🖤..
এজন্য স্যানিটারি ন্যাপকিন কে আজই ও এখনই "Cancel" করুন আর "Cancer" মুক্ত জীবন যাপন করুন।
ধন্যবাদ
0 Comments