Universal কিছু ভদ্রতার বৈশিষ্ট যা না মেনে না চললেই নয়

ভদ্রতা নিয়ে কিছু কথা যেটা না বললেই নয়। বর্তমানে অনেকে ভদ্রতার কথা বা আচরণ দেখাতে যেয়ে অনেক ধরনের অভদ্রতা কেই ভদ্রতার নামে চালিয়ে দেয় আবার কেউ তার বংশের কথা চাল চলনের ট্রেডিশনকে ভদ্রতা মনে করে। 

কিন্তু কিছু Universal manner আমাদের সব সময় ত মেনে চলতেই হবে নাকি !!!! তো আজ সেরকম কিছুই দেয়া হলঃ  
 

১/ যাকে তাকে হঠাত করে "তুমি তুমি" করা শুরু করবেন না। সেটা রিক্সাওয়ালা মামা হোক, বা জুতা সেলাই করা মুচি হোক বা আপনার সিনিয়র কেউ হোক বা অপরিচিত কেউ হোক। 

কিছু মুভি, টিভি সিরিয়াল থেকে এই জিনিসটা ঢুকেছে নিউ ব্রো ডুড জেনারেশন এর মধ্যে, যা চরম মাত্রায় অভদ্রতা।


২/ রেষ্টুরেন্টে খাবার টেবিলের চাইনিজ অর্ডার করে বসে আছেন, অথচ স্পুন ইউজ করতে পারেন না, না পারাটা দোষের কিছু না, কিন্তু শিখে নিবেন। 

না পেরেও ক্ষমতা দেখাতে গিয়ে স্কুলের ঘন্টির মত প্লেটে আওয়াজ করবেন না। অথবা যাদের সাথে গেছেন সম্পর্ক বুঝে হাত ব্যবহার করার অনুমতি নিতে পারেন।


৩/ দলবেধে রেষ্টুরেন্টে গিয়ে সেটাকে নিজের বাপের ভাবা শুরু করবেন না। হা হা হো হো টা একটু কমিয়ে বা লো ভয়েসে করবেন। নাহলে আশেপাশের লোকজন আপনাকে গ্রাইম্যা ক্ষ্যাত ভাবতে পারে, বা হাভাতে ভাবতে পারে। 

তবে অনেক ক্ষেত্রে গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষজনকে বেশি ক্ষ্যাত আচরন/অভদ্রতা করতে দেখি। আপনি কাছের কাউকে নিয়ে রেষ্টুরেন্টে নিয়ে নিরিবিলি খেতে গিয়ে অমন পাবলিক পেয়ে যা ভাবেন আপনাকেও তারা তখন তাই ভাববে।


৪/ কাউকে ট্রীট দেয়ার জন্য চাপাচাপি করবেন না, আপনাকে ট্রীট দেবার ইচ্ছে থাকলে সেই মন থেকে দিবে, রাস্তা ঘাটে রনে বনে জলে জঙ্গলে যখনি দেখা হবে ট্রীট চেয়ে বসে থাকবেন না। সেটা আপনার জন্য মজা হলেও কারো কারো জন্য লজ্জার কারন হতে পারে যে, সে আপনাকে ট্রীট দিতে পারছে না। 


৫/ সিনিয়র কারো সাথে কথা বলতে গেলে বা সিনিয়রই আপনাকে ডাকলে...

  • > কান থেকে ইয়ার ফোন সরিয়ে ফেলাটা কর্তব্য (নাহলে তো শুনবেনই না), চোখ থেকে শেড/সানগ্লাসটাও। 
  • >মোবাইলের স্ক্রীনের থেকে চোখ সরিয়ে তার দিকে তাকান, এদিক ওদিক তাকিয়ে তাকে হেয় না করাই ভালো
  • > গ্রিটিংস টা আমরা পরিবার ধর্ম থেকেই শিখে আসি, করা না করা আপনার দায়িত্ব।
  • তবে শুনতে না চাইলে বলে দিন আপনার একটু কাজ আছে পরে শুনবেন, সেটা অবশ্যই সম্পর্ক বুঝে।


৬/ কেউ নতুন মোবাইল কিনেছে বলে দেখতে গিয়ে ফোনের গুষ্ঠি উদ্ধার করে দিবেন না। নতুন ফোন গুতাগুতির অভ্যাস থাকলে শোরুমে গিয়ে গুতান, তারা বসেই আছে আপনি কখন তাদের ফোন গুতাইতে যাবেন বলে।


৭/ কারো নামে আরেকজনের কাছে কুটনামী করবেন না, একজনের কথা আরেকজনের কানে লাগাবেন না, কারন সবাই আপনার মত বলদ না। 

তারা জানে নিজের দোষ ঢাকতে আপনি আরেকজনের নামে এইসব করে বেড়ান। সামনে আপনাকে ভালো বললেও পেছনে কি বলে সেটাও আপনি জানেন।


৮/ কোনো বফ গফ এর ঝামেলা চললে মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে বসে থাকবেন না বা ঝামেলা বাড়াতে/কমাতে যাবেন না, তাতে তাদের সম্পর্ক ঠিকই থাকবে, মাঝে থেকে আপনি তাদের শত্রু হয়ে যাবেন। 


৯/ কারো থেকে যেকোনো কাজের জিনিস ধার নিলে যথাসময়ে তাকে ফেরত দেয়াটা ভদ্রতা, যার জিনিস সে নিতে এলে সেটা আপনার জন্য অপমানজনক, অবশ্য যদি সে সেন্স আপনার থাকে।


১০/ কারো সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে না জেনে কোনো হুটহাট কোনো মন্তব্য করবেন না, সেটা ১৮০ ডিগ্রী এংগেল এ ভুল হতে পারে। তার ইফেক্টও অনেক খারাপ হতে পারে। 

বিশ্বকাপে কাকে দলে নিতে হবে আর কাকে হবেনা তা যারা করেছেন তারা আপনার থেকেও লক্ষগুন বেশি জানেন। এবং সে বিষয়ে তারা যথেষ্ট অভিজ্ঞ বা বিশেষজ্ঞ। আপনার মত দোমুখো সাপোর্টার তাদের হলেও চলবে।


১১/ কারো ধর্ম বা যেকোনো সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনায় যাবেন না, কারন যারা জানে তারা এতো আলোচনা করে না, আমাদের ঠাকুরদা ঠাকুমা বা দাদা দাদীরা তা করতেন না বলেই দেখেছি। 

সকল ধর্মের মূলকথা মানবধর্ম ও মানুষের উপকার করা। কোনো ধর্মে অপরের ক্ষতি চাওয়ার কথা বলা হয়নি।


১২/ আপনি যা না বা যা জীবনে কোনোদিন করেননি বা করতে পারেননি তা করতে কাউকে উপদেশ দিবেন না। বা রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে জুনিয়র দেখলেই উপদেশ দেয়া শুরু করবেন না। আপনি না জানলেও ওই উপদেশগুলো রাস্তাতেই থেকে যায়।


১৩/ রিপ্লাই না দিলে ফেসবুকে/ সোস্যাল মিডিয়ায় কাউকে বার বার নক করবেন না। সে আপনার কাছে গুরুত্বপূর্ন হলেও, আপনি তার কাছে নাও হতে পারেন। 

নক টা যদি আপনি পান, আর জিজ্ঞাস্য জিনিসের উত্তর দিতে না পারেন, বা জানা না থাকে বা সময় না থাকে, অবশ্যই পোলাইটলি সেটা রিপ্লাই করা উচিত। 


১৪/ কারো মাধ্যমে কোনো বিপদ থেকে উদ্ধার হলে ন্যূনতম তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না বা তার বিপদে নিজেকে সবচেয়ে ব্যস্ত মানুষ প্রমান করবেন না। এখানে আপনার পারিবারিক শিক্ষা প্রমান হয়।


১৫/ কারো ১০/১২ বা তারও বেশি দিনের মস্তিষ্কপ্রসূত লেখা ১০ সেকেন্ডে কপি পেষ্ট করে নিজের নামে চালাবেন না। কার্টেসিটা অন্তত দিবেন। চাইলে আপনিও লিখতে পারেন আরো ভালো কিছু, শুধু মাথাটা খাটান না। কপি পেষ্ট করে নিজেকে অপদার্থ প্রমান করবেন না:)


ধন্যবাদ

©Dr. Himel

Reactions

Post a Comment

0 Comments

Close Menu